ব্যাংকের ম্যানেজারকে বোমা বিস্ফরনের ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টার জন্য অভিযোগে এক যুবককে আটক করে নিয় পুলিশ। এ সময় এ বিষয়ে আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায়।ঘটনাটি ঠাক আজ দুপুরে গাজীপুর, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটে।
![]() |
Pexels |
গাজীপুরের মহানগরীর একদমই ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকা। এখানে শাপলা ম্যানশনে অবস্থিত প্রাইম ব্যাংক লিমিটেডের এক শাখায় বোমা বিস্ফরনের ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টার করার সময় এক যুবককে আটক করে ফেলে পুলিশ।ঠিক আজ বুধবার বেলা 12:45 দিকে এ ঘটনাটি ঘটে।
ঐ সময়ে আতঙ্ক ছড়িয়ে যায় ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে , তার হুড়োহুড়ি-দৌড়াদৌড়ি করে অবশেষে ব্যাংক থেকে বেরিয়ে যান। তবে পরে নিরাপত্তাকর্মীরা কৌশল খাটিয়ে যুবককে আটকে রেখে পুলিশকে সাথে সাথে খবর দেয়।
আটক যুবকের নাম হল আবু বকর যার বয়স ছিল প্রায় 32। ঐ ব্যক্তি গাজীপুর মহানগরীর, গাছা বোর্ডবাজার এলাকার এক বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক বলে জানা গেছে। তিনি বসবাস করেন বোর্ডবাজারেরই বটতলা এলাকায়। এবং তার গ্রামের বাড়ি হল বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বিশারীঘাটা এলাকায়।তার বাবা হলেন মৃত সেকান্দার আলী হাওলাদার ।
পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার অফ পুলিশ মো. আজাদ মিয়া বিকেল বেলায় সাংবাদিকদের জানান যে 3 টি পাইপের মাধ্যমে একটি ইমপ্রোভাইসড ইলেকট্রনিক ডিভাইস ( আইইডি ) তৈরি করা হয়েছিল। এই বোমা টিকে আবার ‘পাইপ বোমা’ বলা হয়ে থাকে। ব্যাংকে বোমা বিস্ফরনের হুমকির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে চলে আসে। সব কিছুর আগে প্রথমে ব্যাংক ও মার্কেটের লোকজনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর বোমাটিকে নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেওয়া হয় এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এবং যানার চেষ্টা করা হচ্ছে যে এতে কোন ভাবে জঙ্গিদের হাত আছে কিনা ।।
তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।
0 comments: