Showing posts with label NATIONAL NEWS. Show all posts
Showing posts with label NATIONAL NEWS. Show all posts
হায়রে সমাজ, কোন এই সমাজে আমাদের বাস।

হায়রে সমাজ, কোন এই সমাজে আমাদের বাস।

 

হায়রে সমাজ, কোন এই সমাজে আমাদের বাস।

নোয়াখালীতে বেগমগঞ্জ থানার এক ৩৭ বছর বয়সী নারীকে বিবস্ত্র করে নির্যাতন করার ভিডিও নিয়ে উত্তাল হচ্ছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে । বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং দোষীদের দ্রুত বিচারের দাবি তাদের কণ্ঠে। মূল ধারার গণমাধ্যমের পাঠকরাও তীব্র নিন্দা আর ক্ষোভ প্রকাশ করেছেন মন্তব্যের ঘরে।

নোয়াখালীতে এই ঘটনাটি গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটে । তবে এ ঘটনায় গতকাল রোববারে বেগমগঞ্জ থানায় দুই টি মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই নারী মামলা করেন। ঘটনাটির পর ঐ ভুক্তভোগী নারী মামলা করেনি, তার জন্য আস্থাহীনতাকে দায়ী করেছেন বলে মনিরুল ইসলাম নামের এক ফেসবুক ব্যবহারকারী। তিনি আরো বলেন, ‘এক মাস আগে এত বড় ঘটনাটি ঘটলেও তাঁরা কিন্তু পুলিশের কাছে যাননি, যার কারণ, বিচার ব্যবস্থার প্রতি তাদের কোন আস্থা নেই। বিচার চাইতে গেলে উল্টো তিনি অনেক ঝামেলায় পড়তেন'।

Struggle

ঘটনাটির সঙ্গে জড়িতদের কঠোরতম শাস্তি দাবি করেন আলমগীর কবির খান নামের একজন ,‘এসব অপরাধীর যদি উপযুক্ত শাস্তি ভোগ না করেন, তাহলে অবশ্যই পরবর্তীতে আরও বড় ধরনের অপরাধ করতে বিন্দুমাত্রও ভাববে না। তাদের মৃত্যুদণ্ড দেওয়া টাই উত্তম।’ যাদের ছত্রচ্ছায়ায় এ ধরনের অপরাধ করার সাহস আসামিরা দেখাচ্ছেন, তাদেরও বিচারের আওতায় আনার দাবি অনেক মন্তব্যকারী। আক্তারুজ্জামান বাদল নামের একজন লিখেছেন, ‘যারা এই ধর্ষক তৈরি করে, তাদের আগে আইনের আওতায় আনা উচিত। একদিনে তো তাঁরা এত বড় অপরাধী হননি।’

ঘটনার এত দিন পরেও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় সমালোচনা করেছেন ইব্রাহিম খলিল দিপু নামের একজন মন্তব্যকারী। তিনি বললেন, ‘ঘটনার ২০ দিন পর কেন প্রশাসনের টনক নড়ে? এর আগে কেন আসামিদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারেনি ভুক্তভোগী? ফেসবুকে ভাইরাল হলেই বিচার হবে? নয়তো এ দেশে নির্যাতনের শিকার হয়েও বিচার পাওয়া যাবে না?’ ইব্রাহিম রহমান নামের একজনের মন্তব্য, ‘আজকে ভিডিও দেখে আমার বিচার চাচ্ছি, এ রকম হাজার মা-বোনের নির্যাতনের কোনো ভিডিও নেই এবং তাঁরা সামাজিক অপমানের ভয়ে আইনের সহযোগিতা নিতেও সাহস পান না।’ মোস্তাকিম রাসেলসহ অনেক পাঠকই ধর্ষণের বিষয়ে কঠোর অবস্থান নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

বোমা ফাটাবে এই বলে হুমকি দিয়ে ব্যাংক লুটের চেষ্টা।

বোমা ফাটাবে এই বলে হুমকি দিয়ে ব্যাংক লুটের চেষ্টা।

 ব্যাংকের ম্যানেজারকে বোমা বিস্ফরনের ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টার জন্য অভিযোগে এক যুবককে আটক করে নিয়  পুলিশ। এ সময় এ বিষয়ে  আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায়।ঘটনাটি ঠাক আজ দুপুরে গাজীপুর, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটে।

Pexels



গাজীপুরের মহানগরীর একদমই ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকা। এখানে শাপলা ম্যানশনে অবস্থিত প্রাইম ব্যাংক লিমিটেডের এক শাখায় বোমা বিস্ফরনের ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টার করার সময় এক যুবককে আটক করে ফেলে পুলিশ।ঠিক আজ বুধবার বেলা 12:45 দিকে এ ঘটনাটি ঘটে।


ঐ সময়ে আতঙ্ক ছড়িয়ে যায় ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে , তার হুড়োহুড়ি-দৌড়াদৌড়ি করে অবশেষে ব্যাংক থেকে বেরিয়ে যান। তবে পরে নিরাপত্তাকর্মীরা কৌশল খাটিয়ে যুবককে আটকে রেখে পুলিশকে সাথে সাথে খবর দেয়।

আটক যুবকের নাম হল আবু বকর যার বয়স ছিল প্রায় 32। ঐ ব্যক্তি গাজীপুর মহানগরীর, গাছা বোর্ডবাজার এলাকার এক বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক বলে জানা গেছে। তিনি বসবাস করেন বোর্ডবাজারেরই বটতলা এলাকায়। এবং তার গ্রামের বাড়ি হল বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বিশারীঘাটা এলাকায়।তার বাবা হলেন মৃত সেকান্দার আলী হাওলাদার ।

পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার অফ পুলিশ মো. আজাদ মিয়া বিকেল বেলায় সাংবাদিকদের জানান যে 3 টি পাইপের মাধ্যমে একটি ইমপ্রোভাইসড ইলেকট্রনিক ডিভাইস ( আইইডি ) তৈরি করা হয়েছিল। এই বোমা টিকে আবার ‘পাইপ বোমা’ বলা হয়ে থাকে। ব্যাংকে বোমা বিস্ফরনের হুমকির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে চলে আসে। সব কিছুর আগে প্রথমে ব্যাংক ও মার্কেটের লোকজনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর বোমাটিকে নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেওয়া হয় এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এবং যানার চেষ্টা করা হচ্ছে যে এতে কোন ভাবে জঙ্গিদের হাত আছে কিনা ।।

তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।