এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?

কী হয়েছে? এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?


নিউজ ব্যুরোঃ শনিবার সকাল ১০ টা নাগাদ আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং ফ্লোরেই স্টোক হয় তাঁর। তখনই তৃণমূলের বিধায়ক সোহম অভিনেতাকে নিয়ে যান বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি। অনেকটা সময় পেরিয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা কেমন? এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কী জানাছেন?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুনের এমআরআই করানো হয়েছে। এদিকে বিভিন্ন লোকেশনে চলছে ‘শাস্ত্রী’ ছবির শুটিং। কেয়াতলা, রাম মনোহর লোহিয়া মাতৃসদন হাসপাতাল, শহিদ মিনার, কাঁকুড়গাছির বিভিন্ন লোকেশনে ঘুরে-ঘুরে শুটিং চলছে এই ছবির। ছবির বিষয়বস্তু জ্যোতিষচর্চা। সেখানেই এক জ্যোতিষীর চরিত্রে অভিনয় করছেন মিঠুন। তিনি ছাড়াও, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী রায়। এই দুই জুটিকে আগে বহু ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।

কী হয়েছে? এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?


এদিকে ছবির পরিচালক পথিকৃৎ বসু, অভিনেত্রী দেবশ্রী রায় এবং বিধায়ক সোহমের সঙ্গে কথা বলে অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তাই আপাতত কোনও আপডেটও নেই এই বিষয়ে। অন্য দিকে শুক্রবার বিকেল পর্যন্ত ‘শাস্ত্রী’র শুটিং করেছেন তিনি। 'শাস্ত্রী’র প্রোডাকশন ম্যানেজার চন্দন সামন্ত জানিয়েছেন, ‘বিকেল ৫টা পর্যন্ত শুটিং করেছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁকে দেখে মনেই হয়নি শরীরে কোনও সমস্যা ছিল তাঁর। 

কী হয়েছে? এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?

অন্যদিকে মিঠুনের শারীরিক অসুস্থতার খবর জানতে যোগাযোগ করা হয়েছিল তাঁর বড় ছেলে মিমোর সঙ্গে। মুম্বই থেকে মিমো সাফ জানিয়েছেন, 'বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর রুটিন চেক-আপ হচ্ছে। সুগার লেভেল পরীক্ষা করানোর জন্যই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা যে বাবাকে নিয়ে এত চিন্তিত, তা দেখে ভাল লাগল। ধন্যবাদ।' 

কী হয়েছে? এখন কেমন আছেন, কী বলছেন চিকিৎসকেরা?


কী হয়েছে? এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?


তবে হাসপাতালের তরফে শনিবার সন্ধ্যে নাগাদ জানায়, Ischemic Cerebrovascular Accident-এ আক্রান্ত হয়েছেন অভিনেতা। চলতি ভাষায় যা ব্রেন স্ট্রোক হিসেবে পরিচিত। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে ইমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌম্যজিৎ দাস জানান, 'একটা ব্লকেজ রয়েছে বলে মনে হচ্ছে। যদিও এমআরআই রিপোর্ট না দেখে সেভাবে বলা সম্ভব নয়।'
SHARE

0 comments: