২০,০০০ টাকার মধ্যে ভাল একটি ফোন ২০২৪। A good phone under TK 20,000 2024

আপনারা যারা ২০ হাজার টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন খুঁজছেন আজকের আর্টিকেলটি আপনাদের জন্য। আপনাদের জন্য নিয়ে এলাম Honor X50i+ এই ফোনটিতে থাকবে ১২জিবি ram ৫১২জিবি  রম এবং আরও থাকবে ১০৮ এমপি ক্যামেরা ও ৪৫০০ mah ব্যাটারি এই ফোনটির দাম জেনে নিন।

আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪

হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪

মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ  ২০২৪

হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪

লেডিস সাইকেল এর দাম কত

Honor X ৫০i + ফুল স্পেসিফিকেশন

Honor X ৫০i +

১. ৬.৭ইঞ্চি ওলেড  ডিসপ্লে

২.প্রসেসর  Dimensity 6080

৩.স্টোরেজ ১২জিবি ram ও ৫১২ জিবি রম 

৪.ক্যামেরা ডুয়েল ১০৮ mp

৫.ব্যাটারি ৪,৫০০mah 

৬.ফাস্ট চার্জিং ৩৫ ওয়াট 

৭.ওস   আন্ড্রয়েড ১৩

৮. ভার্চুয়াল ram ৮ জিবি।  

লঞ্চ: Honor X50i+5G স্মার্টফোনটি লঞ্চ করেছে  চিনে  ফোনটিতে থাকবে অসাধারণ কিছু ফিচার ফোনটি ঘোষণা হয়েছে ১০ই নভেম্বর ২০২৩। 

 ডিসপ্লেHonor X 50i +ফোনটিতে ডিসপ্লে আছে ৬.৭ ইঞ্চি ওলেড FHD +আরো রেজলিউশন 1080 x 2412 পিক্সেলস, ৯০Hz রিফ্রেশরেট, ৩২৪ pwm ডিমিং, ২০০০নিটস ব্রাইটনেটস সাপোর্ট করবে। 


রং : এই ফোনটি চারটি কালার এ পাবেন কালারগুলো অসাধারণ , কালো সবুজ ,নীল, গোলাপি।

ক্যামেরা : আমরা বর্তমানে ছবি তুলতে অনেক পছন্দ করি।  তাই আমরা প্রথমে ফোন কিনতে গেলে ফোনটির ক্যামেরা কেমন সেটা আগে দেখি। আর এখন আমি আপনাদের সামনে এই ফোনের  ক্যামেরা নিয়ে কথা বলবো। এই ফোনটির  ক্যামেরা এক কথায়  বলতে গেলে অসাধারণ। honor X ৫০i +ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ আছে। এই সেটাপে সেলফি ক্যামেরার জন্য থাকবে ১০৮ মেগাপিক্সেল সেন্সর আরো ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর আছে। ভিডিও কল আর জন্য ৮ মেগাপিক্সেল ফন্ট কেমেরা দেওয়া হয়েছে। 

Honor X ৫০i +


স্টোরেজ :এই ফোনটিতে আপনারা স্টোরেজ হিসেবে পাবেন ১২জিবি রেম এবং ৫১২ জিবি পর্যন্ত রম  এ ফোনটিতে আরও ৮ জিবি ভার্চুআল ram  দেওয়া আছে. এর মাধ্যমে আপনারা  টোটাল 2০জিবি  রেম এর পারফরম্যান্স পাবেন।


প্রসেসর :এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক MT6833P ডাইমেনসিটি 6080 (6 এনএম)


ব্যাটারি :এই ফোনটিতে আপনারা ব্যাটারি পাচ্ছেন ৪,৫০০ mah  ফাস্ট চার্জিং এর জন্য থাকছে ৩৫ ওয়াট। 


অন্নান্য :এই ফোনটিতে আরো থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম ৫জি, আরো বেশ কিছু প্রযোজনা ফিচার।


ওজন :এই ফোনটির ওজন হলো ১৬৬ গ্রাম আরো থাকবে ডাইমেনশন 161.1 x 74.6 x 6.8 mm (6.34 x 2.94 x 0.27 in)

                            Honor x 50i +এর দাম 

 ১২জিবি  রেম ২৫৬ জিবি রম এর দাম ১৮,০০০ টাকা। ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি রম ফোনটির দাম ২১,০০০ টাকা। আপনাদের বাজেট যদি বিশ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনার এই ফোনটি  নিতে পারেন।
  

                       Honor x50i+ভালো দিক                   

                    5Gনেটওয়ার্ক সমর্থিত

                            শক্তিশালী ব্যাটারি।


                          বিশাল স্টোরেজ এবং RAM।

                          বড় AMOLED ডিসপ্লে।

                            Honor x50i+ মন্দ দিক 

                        FM রেডিও অনুপলব্ধ ছিল

শেষে বলতে চাই আপনারা যারা ২০ হাজার টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। আমি উপরে ফোনটির পুরো ফিচার এবং দাম সম্পর্কে জানিয়েছি। আপনারা ফোন কেনার আগে এই ফোনটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে কিনবেন দাম কম বেশি হতে পারে।
দন্যবাদ। 
SHARE

0 comments: