যে ৪ প্রকার প্রানী হত্যা করতে নিষেধ করা হয়েছে

রাসূল সাঃ ভূপৃষ্ঠে চলাফেরা করে এমন ৪ টি প্রানীকে হত্যা করতে নিষেধ করেছেন । তবে যদি তা কষ্টের কারন হয় তবে হত্যা করা যাবে ।

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন; রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চারটি জন্তু হত্যা করতে নিষেধ করেছেনঃ

১। পিপীলিকা,
২। মৌমাছি,
৩। হুদহুদ পাখি ও
৪। সূরাদ (এক প্রকার শিকারী পাখি)

[১৪৩১. আবু দাউদ ৫২৬৭. আহমাদ ৩০৫৭, ৩২৩২, দারেমী ১৯৯৯]

মুলত পিপীলিকা দুই ধরনের কোন গুলো কামড় দেয় এবং এদের কষ্টদায়ক বিষ রয়েছে, এদরে অনিষ্ট থেকে বেচে থাকতে হত্যা করা যাবে, একই ভাবে মৌমাছি ক্ষেত্রেও, তবে বিনা কারনে হত্যা করা নিষেধ ।
রাসূল সাঃ ভূপৃষ্ঠে চলাফেরা করে এমন ৪ টি প্রানীকে হত্যা করতে নিষেধ করেছেন । তবে যদি তা কষ্টের কারন হয় তবে হত্যা করা যাবে ।  ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন; রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চারটি জন্তু হত্যা করতে নিষেধ করেছেনঃ  ১। পিপীলিকা, ২। মৌমাছি, ৩। হুদহুদ পাখি ও ৪। সূরাদ (এক প্রকার শিকারী পাখি)  [১৪৩১. আবু দাউদ ৫২৬৭. আহমাদ ৩০৫৭, ৩২৩২, দারেমী ১৯৯৯]  মুলত পিপীলিকা দুই ধরনের কোন গুলো কামড় দেয় এবং এদের কষ্টদায়ক বিষ রয়েছে, এদরে অনিষ্ট থেকে বেচে থাকতে হত্যা করা যাবে, একই ভাবে মৌমাছি ক্ষেত্রেও, তবে বিনা কারনে হত্যা করা নিষেধ ।

SHARE

0 comments: