Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts
আবার অগ্নি-২ সিনেমা

আবার অগ্নি-২ সিনেমা

অগ্নির পর অগ্নি টু। মাত্র এক বছর পরই আসছে অগ্নি ছবির সিক্যুয়েল। প্রথমটিতে ছিলেন মাহি। এবারও অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি পাচ্ছে এবার ঈদে।
ছবির কাজে কলকাতা গিয়েছিলেন মাহি। দেশে ফেরার পর ২৯ জুন মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে। দুটি ছবি নিয়ে বললেন, ‘দুটি ছবির গল্প কাছাকাছি। তবে অগ্নি টু-তে অ্যাকশনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অগ্নি টুর জন্য অনেক লোকেশন ব্যবহার করা হয়েছে।’
অগ্নি টু নিয়ে দারুণ আশাবাদী মাহি। বললেন, ‘এই ঈদে অনেকগুলো ছবি মুক্তি পাবে। আশা করছি, অগ্নি টু দেখেও দর্শক আনন্দ পাবেন।’
জানালেন, অগ্নি টু ছবির শুটিংয়ের আগে থাইল্যান্ডে গিয়ে দুই সপ্তাহ তিনি বিভিন্ন অ্যাকশন-দৃশ্যের প্রশিক্ষণ নিয়েছেন।
অগ্নি টু ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ছেলে ওম। এর আগে কলকাতার নায়ক অঙ্কুশের বিপরীতে মাহির অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও ওমের সঙ্গে এবারই প্রথম কাজ করেছেন তিনি।
ওম প্রসঙ্গে মাহি বললেন, ‘ওম টালিউডে নতুন কাজ করছে। কিন্তু কাজের সময় তা মনেই হয়নি। অনেক মজা করে কাজ করেছি। ডাবিংয়ের সময় ওমের অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি।’
ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি টু ছবিটি কলকাতায়ও মুক্তি পাবে। মুক্তির আগে আগে ছবির প্রচার নিয়েও কাজ করবেন মাহি। বললেন, ‘বাংলাদেশের আগেই কলকাতায় মুক্তি পাবে ছবিটি। ছবির প্রচারের জন্য আবার আমাকে কলকাতায় যেতে হবে। ওখানে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে ছবিটি নিয়ে প্রচারের কথা রয়েছে।’
অগ্নি টুর পর নতুন আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি মাহি। বললেন, ‘অনেকগুলো ছবির ব্যাপারে কথা হয়েছে। এর মধ্যে যৌথ প্রযোজনার ছবিও আছে। ঈদের পর এ বছরের জন্য একটি শিডিউল করে নতুন ছবির কাজ শুরু করব।’
লতা মঙ্গেশকরের দুর্লভ ১৫টি ছবি

লতা মঙ্গেশকরের দুর্লভ ১৫টি ছবি

৬ ফেব্রুয়ারি উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণ দিবস। ১৯২৯ সালে ভারতের ইন্দোর থেকে শুরু হয়েছিল তাঁর জীবনযাত্রা। তিনি মারা যান ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। ৯২ বছরের এই যাত্রায় ভারতীয় উপমহাদেশের সংগীতে রেখে গেলেন মহান অবদান। সাত দশক ধরে দর্শকের হৃদয় ছুঁয়েছিল তাঁর জাদুকরি কণ্ঠ। লতা মঙ্গেশকর নিজেই তাঁর ইনস্টাগ্রামে দিয়েছিলেন জীবনের নানা দুর্লভ ছবি। একপলকে দেখে নেওয়া যাক সেগুলো।


হিন্দি সিনেমার কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ২৫ হাজারের বেশি গান করেন ৭ দশক ধরে।
সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে লতা মঙ্গেশকর। নিজেই এই ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে
সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে লতা মঙ্গেশকর। নিজেই এই ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে
বিখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মন, তাঁর ছেলে রাহুল দেববর্মনের সঙ্গে গানের একটি মুহূর্তে লতা মঙ্গেশকর। এই ছবি ইনস্টাগ্রামে দিয়ে লতা শচীন দেববর্মনকে পিতৃতুল্য বলে উল্লেখ করেন
বিখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মন, তাঁর ছেলে রাহুল দেববর্মনের সঙ্গে গানের একটি মুহূর্তে লতা মঙ্গেশকর। 
এই ছবি ইনস্টাগ্রামে দিয়ে লতা শচীন দেববর্মনকে পিতৃতুল্য বলে উল্লেখ করেন
- ইনস্টাগ্রাম
লতা মঙ্গেশকর ১৯৭২ সালে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে তাঁর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। বিখ্যাত অভিনেতা সুনীল দত্তসহ ভারতীয় সেনাবাহিনীর প্লেনে করে কীভাবে বিভিন্ন স্থানে গান পরিবেশন করতে যেতেন, সে কথাও স্মরণ করেন তিনি।
লতা মঙ্গেশকর ১৯৭২ সালে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে তাঁর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। বিখ্যাত অভিনেতা সুনীল দত্তসহ ভারতীয় সেনাবাহিনীর প্লেনে করে কীভাবে বিভিন্ন স্থানে গান পরিবেশন করতে যেতেন, সে কথাও স্মরণ করেন তিনি।
৬ / ১৫
শৈশবের লতা মঙ্গেশকর
শৈশবের লতা মঙ্গেশকর
ফেসবুক থেকে

তুলি হাতে লতা
তুলি হাতে লতা

লতা মঙ্গেশকর শুধু কণ্ঠে গান তুলে নিয়েছিলেন, তা ভাববেন না। হাতে ক্যামেরাও তুলে নিয়েছিলেন তিনি
লতা মঙ্গেশকর শুধু কণ্ঠে গান তুলে নিয়েছিলেন, তা ভাববেন না। হাতে ক্যামেরাও তুলে নিয়েছিলেন তিনি
ইনস্টাগ্রাম

স্টুডিওতে আরডি বর্মন ও রাজেশ খান্নার সঙ্গে লতা
স্টুডিওতে আরডি বর্মন ও রাজেশ খান্নার সঙ্গে লতা

মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। সে ঘটনা নিয়ে লতা মঙ্গেশকর টুইটারেও একটি বার্তা প্রকাশ করেছিলেন। সে বার্তায় তিনি ১৯৭২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশে এসে সংগীত পরিবেশনের স্মৃতিচারণা করেছিলেন
মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। সে ঘটনা নিয়ে লতা মঙ্গেশকর টুইটারেও একটি বার্তা প্রকাশ করেছিলেন। সে বার্তায় তিনি ১৯৭২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশে এসে সংগীত পরিবেশনের স্মৃতিচারণা করেছিলেন

লতা মঙ্গেশকরের বাড়িতে রুনা লায়লা
লতা মঙ্গেশকরের বাড়িতে রুনা লায়লা

মিনা কুমারীর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল লতা মঙ্গেশকরের। মিনার বাবা লতাকে মেয়ের মতো দেখতেন। নিজেই এই ছবি দিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন লতা মঙ্গেশকর
মিনা কুমারীর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল লতা মঙ্গেশকরের। মিনার বাবা লতাকে মেয়ের মতো দেখতেন। নিজেই এই ছবি দিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন লতা মঙ্গেশকর
ইনস্টাগ্রাম

শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রবাদপুরুষ বড়ে গোলাম আলীর আশীর্বাদ নিচ্ছেন লতা মঙ্গেশকর
শাস্ত্রীয় সংগীতের অন্যতম প্রবাদপুরুষ বড়ে গোলাম আলীর আশীর্বাদ নিচ্ছেন লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর ও সাবিনা ইয়াসমীন
লতা মঙ্গেশকর ও সাবিনা ইয়াসমীন
সাবিনা ইয়াসমীনের সৌজন্যে
ভালোবাসা দিবসে বেলালের ‘প্রাণ সয় না’

ভালোবাসা দিবসে বেলালের ‘প্রাণ সয় না’

 

প্রাণ সয় না

ভালোবাসা দিবস সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হয়েছেন শিল্পী বেলাল খান। গানের শিরোনাম ‘প্রাণ সয় না’। ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটির সুর-সংগীতের পাশাপাশি এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি।
এটি নাভেদ পারভেজের প্রথম নির্মাণ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে ভিডিওটি। আর তাতে অংশ নিয়েছেন বেলাল খান।

ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ

ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ
সংগৃহীত


গানটি নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে শনিবার বিকেলে প্রকাশ হয়েছে। এ গান প্রসঙ্গে বেলাল বলেন, খুব রোমান্টিক কথা ও সুরের একটি গান। রিদমিক গানটি গাইতে খুব ভালো লেগেছে। শুধু তা–ই নয়, গানটির চিত্রায়ণও ভালো লাগবে বলে বিশ্বাস। নাভেদ পারভেজ বলেন, ‘গানটির পরিকল্পনা অনেক দিনের। অডিও তৈরির পর এ ধরনের ভিডিও তৈরির চিন্তা মাথায় আসে। সে অনুযায়ী বেলাল ভাইকেও পেয়ে গেলাম যুক্তরাষ্ট্রে। অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিও করা হয়েছে। আমার মনে হয়, গানচিত্রটি সবার ভালো লাগবে।’

tags:প্রাণ সয় না, প্রাণ সয় না, প্রাণ সয় না- বেলাল খান
ম্রুণালকে ‘গ্রামের মেয়ে’ বলে বিদ্রূপ করা হতো

ম্রুণালকে ‘গ্রামের মেয়ে’ বলে বিদ্রূপ করা হতো

সমালোচক প্রশংসিত ও ব্যবসায়িক সাফল্য পাওয়া সিনেমায় দেখা গেছে ম্রুণাল ঠাকুরকে। বিশেষ করে ‘সীতা রমম’-এর পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। তবে তাঁর জন্য এই যাত্রা সহজ ছিল না। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন ম্রুণাল। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে



ম্রুণাল ঠাকুর জানান, ‘গ্রামের মেয়ে’ বলে বিদ্রূপের শিকার হয়েছেন তিনি। বিশেষ করে অডিশনের সময়। এক আলোকচিত্রী তাঁকে ‘গ্রামের মেয়ে’ বলে বিদ্রূপ করেছিলেন। পরে অবশ্য তিনি দুঃখপ্রকাশ করেন। কিন্তু ওই কথায় তিনি এতটাই আহত হয়েছিলেন যে এখনো তা মনে রেখেছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সাক্ষাৎকারে ম্রুণাল আরও বলেন, অভিনয়শিল্পীদের পর্দায় নানাভাবে হাজির হতে হয়। তাঁর অভিনয় নিয়ে যে কেউ ভালো লাগা বা মন্দ লাগার কথা বলতেই পারেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কাম্য নয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
সাক্ষাৎকারে ম্রুণাল আরও বলেন, অভিনয়শিল্পীদের পর্দায় নানাভাবে হাজির হতে হয়। তাঁর অভিনয় নিয়ে যে কেউ ভালো লাগা বা মন্দ লাগার কথা বলতেই পারেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কাম্য নয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ম্রুণালকে সর্বশেষ দেখা গেছে গত ডিসেম্বরে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘হাই নানা’য়। সৌরযুব পরিচালিত এ সিনেমায় তাঁকে দেখা গেছে নানির সঙ্গে। সমালোচকদের প্রশংসার সঙ্গে সিনেমাটি ব্যবসায়িক সাফল্যও পায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
ম্রুণালকে সর্বশেষ দেখা গেছে গত ডিসেম্বরে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘হাই নানা’য়। সৌরযুব পরিচালিত এ সিনেমায় তাঁকে দেখা গেছে নানির সঙ্গে। সমালোচকদের প্রশংসার সঙ্গে সিনেমাটি ব্যবসায়িক সাফল্যও পায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে

 চলতি বছর হিন্দি ও দক্ষিণি মিলিয়ে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। এর মধ্যে আছে ‘ফ্যামিলি স্টার’, ‘পূজা মেরি জান’ ইত্যাদি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
চলতি বছর হিন্দি ও দক্ষিণি মিলিয়ে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। এর মধ্যে আছে ‘ফ্যামিলি স্টার’, ‘পূজা মেরি জান’ ইত্যাদি। 
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?

এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?

কী হয়েছে? এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?


নিউজ ব্যুরোঃ শনিবার সকাল ১০ টা নাগাদ আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং ফ্লোরেই স্টোক হয় তাঁর। তখনই তৃণমূলের বিধায়ক সোহম অভিনেতাকে নিয়ে যান বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি। অনেকটা সময় পেরিয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা কেমন? এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কী জানাছেন?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুনের এমআরআই করানো হয়েছে। এদিকে বিভিন্ন লোকেশনে চলছে ‘শাস্ত্রী’ ছবির শুটিং। কেয়াতলা, রাম মনোহর লোহিয়া মাতৃসদন হাসপাতাল, শহিদ মিনার, কাঁকুড়গাছির বিভিন্ন লোকেশনে ঘুরে-ঘুরে শুটিং চলছে এই ছবির। ছবির বিষয়বস্তু জ্যোতিষচর্চা। সেখানেই এক জ্যোতিষীর চরিত্রে অভিনয় করছেন মিঠুন। তিনি ছাড়াও, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী রায়। এই দুই জুটিকে আগে বহু ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।

কী হয়েছে? এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?


এদিকে ছবির পরিচালক পথিকৃৎ বসু, অভিনেত্রী দেবশ্রী রায় এবং বিধায়ক সোহমের সঙ্গে কথা বলে অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তাই আপাতত কোনও আপডেটও নেই এই বিষয়ে। অন্য দিকে শুক্রবার বিকেল পর্যন্ত ‘শাস্ত্রী’র শুটিং করেছেন তিনি। 'শাস্ত্রী’র প্রোডাকশন ম্যানেজার চন্দন সামন্ত জানিয়েছেন, ‘বিকেল ৫টা পর্যন্ত শুটিং করেছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁকে দেখে মনেই হয়নি শরীরে কোনও সমস্যা ছিল তাঁর। 

কী হয়েছে? এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?

অন্যদিকে মিঠুনের শারীরিক অসুস্থতার খবর জানতে যোগাযোগ করা হয়েছিল তাঁর বড় ছেলে মিমোর সঙ্গে। মুম্বই থেকে মিমো সাফ জানিয়েছেন, 'বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর রুটিন চেক-আপ হচ্ছে। সুগার লেভেল পরীক্ষা করানোর জন্যই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা যে বাবাকে নিয়ে এত চিন্তিত, তা দেখে ভাল লাগল। ধন্যবাদ।' 

কী হয়েছে? এখন কেমন আছেন, কী বলছেন চিকিৎসকেরা?


কী হয়েছে? এখন কেমন আছেন, হঠাৎ কেন অসুস্থ হলেন মিঠুন চক্রবর্তী?


তবে হাসপাতালের তরফে শনিবার সন্ধ্যে নাগাদ জানায়, Ischemic Cerebrovascular Accident-এ আক্রান্ত হয়েছেন অভিনেতা। চলতি ভাষায় যা ব্রেন স্ট্রোক হিসেবে পরিচিত। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে ইমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌম্যজিৎ দাস জানান, 'একটা ব্লকেজ রয়েছে বলে মনে হচ্ছে। যদিও এমআরআই রিপোর্ট না দেখে সেভাবে বলা সম্ভব নয়।'
প্রিয়াকে নিয়ে ছি ছি...দেখতে আসুন আপডেট-খবর

প্রিয়াকে নিয়ে ছি ছি...দেখতে আসুন আপডেট-খবর

রাতারাতি তারকা বনে গিয়ে বেশ বিপদেই পড়েছেন মালায়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তাঁর এক চোখের ইশারায় ইন্টারনেট দুনিয়া দুলে উঠেছিল রোমাঞ্চে। এবার চুম্বনদৃশ্যের জন্য ইন্টারনেটেই বেদম বকা খাচ্ছেন সেই প্রিয়া।
প্রথম ছবি ‘উরু আডার লাভ’-এর মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই প্রিয়া প্রকাশকে নিয়ে আলোচনা উঠছে তুঙ্গে। এবারে তিনি হয়েছেন সমালোচিত। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির টিজারটি পছন্দ করেননি ইন্টারনেটবাসী। ফলে নিন্দায় ভেসে যাচ্ছেন এই নবাগত নায়িকা। তাঁকে নিয়ে কেবল ছি ছি শোনা যাচ্ছে ইন্টারনেটজুড়ে।

গত বছর ইন্টারনেটে ভাইরাল হয় ‘উরু আডার লাভ’ ছবির একটি ক্লিপ। যেখানে প্রিয়ার এক চোখের ইশারার একটি দৃশ্য দুনিয়া মাতিয়ে দিয়েছিল। সেই থেকে তিনি এমন আলোচিত হয়েছিলেন যে, প্রথম ছবি মুক্তির আগেই অনেকগুলো ছবির প্রস্তাব পেয়ে যান। ভাইরাল হওয়া ওই ক্লিপের কারণে সামাজিক মিডিয়ায় লাখখানেক অনুসারী বেড়ে যায় তাঁর। এবার রীতিমতো বকা খেতে হচ্ছে তাঁকে।
‘উরু আডার লাভ’ ছবির টিজারের একটি দৃশ্যটাইমস নাউ নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া দৃশ্যটি ছবির অন্যতম অভিনয়শিল্পী রোশন আবদুল রাহুফের সঙ্গে প্রিয়ার চুম্বনের দৃশ্য। এ দৃশ্য মেনে নিতে পারেননি ভক্তরা। প্রিয়াকে উল্লেখ করে অনেকে বলছেন, ‘আজকাল ছেলেমেয়েরা তাহলে স্কুলেই চুমু খেতে শুরু করবে?’ স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে এ রকম চরিত্রে অভিনয় করিয়ে ভারতীয় মূল্যবোধ ধ্বংসে কাজ করছেন ছবির পরিচালক ও অভিনয়শিল্পীরা। সম্প্রতি ভাইরাল হওয়া টিজারটির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভিডিওটি ৪৪ হাজারের বেশি ডিজলাইক পেয়েছে মাত্র ২২ হাজার লাইকের বিপরীতে।

প্রিয়া প্রকাশ অভিনীত ‘উরু আডার লাভ’ ছবিটি মুক্তি পাবে ফেব্রুয়ারির ১৪ তারিখ। মালায়ালম ছাড়াও তেলেগু, কান্নাড়া ভাষাতেও ছবিটি মুক্তি পাবে। এমনকি ছবির একটি হিন্দি সংস্করণও মুক্তি পেতে পারে। এ ছাড়া শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে প্রিয়ার। ‘শ্রীদেবী বাংলো’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ছবি নিয়েও আলোচনার কমতি নেই। ছবির প্রথম টিজার মুক্তির পরেই ছবির সব শিল্পী ও কলাকুশলীদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর।

অন্যরকম মোশাররফ করিম - ছয় পর্বের নাটক।

অন্যরকম মোশাররফ করিম - ছয় পর্বের নাটক।

বৃদ্ধ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তার গেটআপ-মেকআপ দেখে দর্শকদের অনুমান করতে মুশকিল হবে। পুরোটাই অন্যরকম। অনেকেই ভাববেন, পর্দার এই মানুষটি হয়তো মোশাররফ করিমের বড় ভাই কিংবা বাবা! তিনি নিজেও বললেন কাছাকাছি কিছু, ‘আসলে আমাদের এখানে বয়স পরিবর্তনের জন্য যে মাপের মেকআপ দরকার সেটা সচরাচর হয় না। অনেক সময় বয়স্ক বানাতে গিয়ে কিম্ভূতকিমাকার কিছু বানিয়ে ফেলা হয়। সে হিসাবে এই নাটকে আমাকে যেভাবে মেকআপ-গেটআপ দিয়ে মুরুব্বি বানানো হয়েছে, সেটা দেখে আমি নিজেই অভিভূত।’

অন্যরকম মোশাররফ করিম


বৃদ্ধ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তার গেটআপ-মেকআপ দেখে দর্শকদের অনুমান করতে মুশকিল হবে। পুরোটাই অন্যরকম। অনেকেই ভাববেন, পর্দার এই মানুষটি হয়তো মোশাররফ করিমের বড় ভাই কিংবা বাবা! তিনি নিজেও বললেন কাছাকাছি কিছু, ‘আসলে আমাদের এখানে বয়স পরিবর্তনের জন্য যে মাপের মেকআপ দরকার সেটা সচরাচর হয় না। অনেক সময় বয়স্ক বানাতে গিয়ে কিম্ভূতকিমাকার কিছু বানিয়ে ফেলা হয়। সে হিসাবে এই নাটকে আমাকে যেভাবে মেকআপ-গেটআপ দিয়ে মুরুব্বি বানানো হয়েছে, সেটা দেখে আমি নিজেই অভিভূত।’ এই ঈদে ছয় পর্বের বিশেষ ধারাবহিক নাটক ‘চেয়ারম্যনের তেলেসমাতি’ নাটকে এমন চরিত্রে দেখা মিলবে মোশাররফ করিমকে। এতে দেখা যাবে, জহর লাল প্রায় মৃত্যু শয্যায়। বড়জোর ১০ দিন বাঁচবে। ক্যান্সারে আক্রান্ত হওয়া জহর লালের শেষ ইচ্ছে লাঠি খেলা দেখা। তার শেষ ইচ্ছা রাখতে মেয়ের জামাই সরলাল ছুটে যায় গ্রামের সর্বশেষ লাঠিয়াল হযরত এর কাছে, যাকে সবাই চিনে দাদা ভাই নামে। দাদা ভাই কিছুতেই রাজি হচ্ছে না লাঠি খেলা দেখাতে। কিন্তু মৃত্যু শয্যায় বৃদ্ধ লোকের শেষ ইচ্ছা শুনে রাজি হয়। বিভিন্ন রঙ্গে-ঢঙ্গে পরিবেশিত হয় হারিয়ে যাওয়া লাঠি খেলা। খেলা দেখে জহর লাল দাদা ভাইকে দুটি শর্ত দেয়। শুরু হয় নতুন নাটকীয়তা।

এবারের ঈদ উল আজহায় একুশে টেলিভিশনের ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ছয় পর্বের এই বিশেষ ধারাবহিক। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।

এতে দেখা যাবে, জহর লাল প্রায় মৃত্যু শয্যায়। বড়জোর ১০ দিন বাঁচবে। ক্যান্সারে আক্রান্ত হওয়া জহর লালের শেষ ইচ্ছে লাঠি খেলা দেখা। তার শেষ ইচ্ছা রাখতে মেয়ের জামাই সরলাল ছুটে যায় গ্রামের সর্বশেষ লাঠিয়াল হযরত এর কাছে, যাকে সবাই চিনে দাদা ভাই নামে। দাদা ভাই কিছুতেই রাজি হচ্ছে না লাঠি খেলা দেখাতে। কিন্তু মৃত্যু শয্যায় বৃদ্ধ লোকের শেষ ইচ্ছা শুনে রাজি হয়। বিভিন্ন রঙ্গে-ঢঙ্গে পরিবেশিত হয় হারিয়ে যাওয়া লাঠি খেলা। খেলা দেখে জহর লাল দাদা ভাইকে দুটি শর্ত দেয়। শুরু হয় নতুন নাটকীয়তা।

এবারের ঈদ উল আজহায় একুশে টেলিভিশনের ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ছয় পর্বের এই বিশেষ ধারাবহিক। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।
ঈদে শফিক তুহিনের ভিডিও উপহার

ঈদে শফিক তুহিনের ভিডিও উপহার

এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন।শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ।

ঈদে শফিক তুহিনের ভিডিও উপহার

এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন। শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ। শফিক তুহিন বলেন, ‘ঢাকার বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে ভিডিওটির শ্যুটিং করেছি। চলছে সম্পাদনার কাজ। দু’তিন দিনের মধ্যে ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে গানটি মুক্তি দেবো। এটা আমার দর্শক-ভক্তদের জন্য ঈদ ভিডিও উপহার।’ আরও বলেন, ‘ভিডিওতে তানভীর-নদীকে দারুণ মানিয়েছে। ওদের সঙ্গে আমিও থাকছি ভিডিওতে।’ উল্লেখ্য, এই ঈদে শফিক তুহিনের বেশকিছু অডিও গান থাকছে ‘প্রেমকাব্য’ শীর্ষক মিশ্র এবং টিনা মোস্তরীর সঙ্গে দ্বৈত অ্যালবামে।

এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন। শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ। শফিক তুহিন বলেন, ‘ঢাকার বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে ভিডিওটির শ্যুটিং করেছি। চলছে সম্পাদনার কাজ। দু’তিন দিনের মধ্যে ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে গানটি মুক্তি দেবো। এটা আমার দর্শক-ভক্তদের জন্য ঈদ ভিডিও উপহার।’ আরও বলেন, ‘ভিডিওতে তানভীর-নদীকে দারুণ মানিয়েছে। ওদের সঙ্গে আমিও থাকছি ভিডিওতে।’ উল্লেখ্য, এই ঈদে শফিক তুহিনের বেশকিছু অডিও গান থাকছে ‘প্রেমকাব্য’ শীর্ষক মিশ্র এবং টিনা মোস্তরীর সঙ্গে দ্বৈত অ্যালবামে।


এই ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিনের বেশ কিছু নতুন অডিও গান প্রকাশ পাচ্ছে। ঘাটতি ছিল ভিডিও গানের। সেটিও পূরণ করতে যাচ্ছেন তিনি। গেল তিন দিনে শ্যুটিং শেষ করেছেন ‘স্বার্তপর’ নামের একটি গান। ঈগল মিউজিক থেকে প্রকাশিত তার শেষ একক ‘আঙুলে আঙুল’ অ্যালবামে ছিল গানটি। রাফির সংগীতায়োজনে গানটির কথা-সুর শিল্পী নিজেই করেছেন। শ্রোতা পছন্দের এই গানটির ভিডিওতে মডেল হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানভীর ফাইনেস্ট ও নাদিয়া নদী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মারুফ হাসান প্রেমণ। শফিক তুহিন বলেন, ‘ঢাকার বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে ভিডিওটির শ্যুটিং করেছি। চলছে সম্পাদনার কাজ। দু’তিন দিনের মধ্যে ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে গানটি মুক্তি দেবো। এটা আমার দর্শক-ভক্তদের জন্য ঈদ ভিডিও উপহার।’ আরও বলেন, ‘ভিডিওতে তানভীর-নদীকে দারুণ মানিয়েছে। ওদের সঙ্গে আমিও থাকছি ভিডিওতে।’ উল্লেখ্য, এই ঈদে শফিক তুহিনের বেশকিছু অডিও গান থাকছে ‘প্রেমকাব্য’ শীর্ষক মিশ্র এবং টিনা মোস্তরীর সঙ্গে দ্বৈত অ্যালবামে।
ঈদে চ্যানেল আইতে ‘কমন জেন্ডার’

ঈদে চ্যানেল আইতে ‘কমন জেন্ডার’

ভিন্ন ধারার চলচ্চিত্র ‘কমন জেন্ডার’ এবার সম্প্রচার হতে যাচ্ছে টিভি পর্দায়। ঈদের তৃতীয় দিন, সকাল ১০টা ৩০মিনিটে চ্যানেল আইতে এটি প্রচার হবে। দেশের অবহেলিত বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি। ২০১২ সালের ২১ এপ্রিল চলচ্চিত্রটি বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশের পাশাপাশি বিদেশেও ছবিটির গল্প এবং নির্মাণ প্রশংসিত হয়। এটি বাংলাদেশের পক্ষে প্রথম চলচ্চিত্র হিসাবে ৭০তম গোল্ডেন গ্লোব এবং ৩৬তম আন্তর্জাতিক টেলিভিশন কনফারেন্সে আমন্ত্রিত, প্রদর্শিত এবং প্রশংসিত হয়।

ঈদে চ্যানেল আইতে ‘কমন জেন্ডার’

পরিচালক মনে করেন, এই চলচ্চিত্রটি বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভাবনায় হিজড়া সম্প্রদায় সম্পর্কে বহুদিনের লালন করা ভুল ধারনাকে পাল্টে দিতে দারুন সাহায্য করেছে। ফলশ্রুতিতে ২০১৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। ‘কমন জেন্ডার’ এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রয়াত দিলিপ চক্রবর্তি, সাজু খাদেম, জয় রাজ, সোহেল খান, হাসান মাসুদ, রোজি সিদ্দিকী, চিত্র লেখা গুহ, রাশেদ মামুন অপু, অয়ন চৌধুরী, বাপ্পি আশরাফ, এস এম মহসিন, শহিদুল ইসলাম সাচ্চু, কাজী রাজু, তুষার মাহমুদ, প্রয়াত নায়লা, সিন্ডি রোলিং প্রমুখ।

পরিচালক মনে করেন, এই চলচ্চিত্রটি বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভাবনায় হিজড়া সম্প্রদায় সম্পর্কে বহুদিনের লালন করা ভুল ধারনাকে পাল্টে দিতে দারুন সাহায্য করেছে। ফলশ্রুতিতে ২০১৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। ‘কমন জেন্ডার’ এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রয়াত দিলিপ চক্রবর্তি, সাজু খাদেম, জয় রাজ, সোহেল খান, হাসান মাসুদ, রোজি সিদ্দিকী, চিত্র লেখা গুহ, রাশেদ মামুন অপু, অয়ন চৌধুরী, বাপ্পি আশরাফ, এস এম মহসিন, শহিদুল ইসলাম সাচ্চু, কাজী রাজু, তুষার মাহমুদ, প্রয়াত নায়লা, সিন্ডি রোলিং প্রমুখ।


পরিচালক মনে করেন, এই চলচ্চিত্রটি বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভাবনায় হিজড়া সম্প্রদায় সম্পর্কে বহুদিনের লালন করা ভুল ধারনাকে পাল্টে দিতে দারুন সাহায্য করেছে। ফলশ্রুতিতে ২০১৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। ‘কমন জেন্ডার’ এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রয়াত দিলিপ চক্রবর্তি, সাজু খাদেম, জয় রাজ, সোহেল খান, হাসান মাসুদ, রোজি সিদ্দিকী, চিত্র লেখা গুহ, রাশেদ মামুন অপু, অয়ন চৌধুরী, বাপ্পি আশরাফ, এস এম মহসিন, শহিদুল ইসলাম সাচ্চু, কাজী রাজু, তুষার মাহমুদ, প্রয়াত নায়লা, সিন্ডি রোলিং প্রমুখ।


পরিচালক মনে করেন, এই চলচ্চিত্রটি বাংলাদেশের অধিকাংশ জনসাধারণের ভাবনায় হিজড়া সম্প্রদায় সম্পর্কে বহুদিনের লালন করা ভুল ধারনাকে পাল্টে দিতে দারুন সাহায্য করেছে। ফলশ্রুতিতে ২০১৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। ‘কমন জেন্ডার’ এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নোমান রবিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রয়াত দিলিপ চক্রবর্তি, সাজু খাদেম, জয় রাজ, সোহেল খান, হাসান মাসুদ, রোজি সিদ্দিকী, চিত্র লেখা গুহ, রাশেদ মামুন অপু, অয়ন চৌধুরী, বাপ্পি আশরাফ, এস এম মহসিন, শহিদুল ইসলাম সাচ্চু, কাজী রাজু, তুষার মাহমুদ, প্রয়াত নায়লা, সিন্ডি রোলিং প্রমুখ।
আজ আজীবন সম্মাননা পাচ্ছেন লাকী আখান্দ

আজ আজীবন সম্মাননা পাচ্ছেন লাকী আখান্দ

বরেণ্য সুরকার ও কণ্ঠশিল্পী লাকী আখান্দকে আজীবন সম্মাননা প্রদান করছে গান প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা। বাংলা সংগীতে তার অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে- এমনটাই জানান প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর টিসিবি অডিটরিয়ামে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লাকী আখান্দ এখন ব্যাংককে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে আজীবন সম্মাননার ক্রেস্ট গ্রহণ করবেন তার বোন।

আজ আজীবন সম্মাননা পাচ্ছেন লাকী আখান্দ

বরেণ্য সুরকার ও কণ্ঠশিল্পী লাকী আখান্দকে আজীবন সম্মাননা প্রদান করছে গান প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা। বাংলা সংগীতে তার অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে- এমনটাই জানান প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর টিসিবি অডিটরিয়ামে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লাকী আখান্দ এখন ব্যাংককে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে আজীবন সম্মাননার ক্রেস্ট গ্রহণ করবেন তার বোন। এই সম্মাননা অনুষ্ঠানে জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে ঈদ উপলক্ষে ৩০টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। 

থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর সকালে ব্যাংককের পায়াথাই হাসপাতালে লাকী আখান্দ এর শরীরে সফল অস্ত্রোপচার করা হয়। হাসপাতালটির ক্যান্সার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এরইমধ্যে শরীরে অন্যান্য জায়গায় এটি ছড়িয়ে পড়েছে। 

লাকী আখান্দ কালজয়ী অসংখ্য সুরের স্রষ্টা। ‘আমায় ডেক না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘মামনিয়া’, ‘কে বাঁশি বাজায় রে’ গানগুলোতে তার ছোঁয়া পাওয়া গেছে। এ ছাড়া তার হাত ধরেই দেশের অনেক বরেণ্য শিল্পী সংগীতাঙ্গনে উঠে এসেছেন।

বরেণ্য সুরকার ও কণ্ঠশিল্পী লাকী আখান্দকে আজীবন সম্মাননা প্রদান করছে গান প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা। বাংলা সংগীতে তার অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হচ্ছে- এমনটাই জানান প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর টিসিবি অডিটরিয়ামে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লাকী আখান্দ এখন ব্যাংককে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে আজীবন সম্মাননার ক্রেস্ট গ্রহণ করবেন তার বোন। এই সম্মাননা অনুষ্ঠানে জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে ঈদ উপলক্ষে ৩০টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর সকালে ব্যাংককের পায়াথাই হাসপাতালে লাকী আখান্দ এর শরীরে সফল অস্ত্রোপচার করা হয়। হাসপাতালটির ক্যান্সার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এরইমধ্যে শরীরে অন্যান্য জায়গায় এটি ছড়িয়ে পড়েছে। লাকী আখান্দ কালজয়ী অসংখ্য সুরের স্রষ্টা। ‘আমায় ডেক না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘মামনিয়া’, ‘কে বাঁশি বাজায় রে’ গানগুলোতে তার ছোঁয়া পাওয়া গেছে। এ ছাড়া তার হাত ধরেই দেশের অনেক বরেণ্য শিল্পী সংগীতাঙ্গনে উঠে এসেছেন।

অপ্রকাশিত ঘটনা নিয়ে ‘ঈদের নাটক’

অপ্রকাশিত ঘটনা নিয়ে ‘ঈদের নাটক’

দেশের প্রায় সবকটি বিনোদনমূলক চ্যনেলে ঈদের প্রধান আকর্ষণ হিসেবে থাকে বিশেষ নাটক। ঈদের আগের দিন মধ্যরাত পর্যন্ত শিল্পী, কলাকুশলীরা ব্যস্ত থাকেন শ্যুটিং নিয়ে। ঈদের নাটক নির্মাণ নিয়ে ঘটে মজার সব ঘটনা। কে কার চেয়ে বড় চমক দিতে পারবেন, কে কার আগে শ্যুটিং শেষ করবেন- সেই প্রতিযোগিতা থাকে অনেকের মধ্যে। আর এইসব বাস্তব অথচ মজার কিছু অপ্রকাশিত ঘটনা নিয়ে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘ঈদের নাটক’। রুম্মান রশীদ খান-এর লেখা, নুজহাত আলভী আহমেদ-এর পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন সজল, নাদিয়া আফরিন, কল্যাণ, আসিফ, আরফান, মনিরা মিঠু, পিয়ালসহ আরও অনেকে।


অপ্রকাশিত ঘটনা নিয়ে ‘ঈদের নাটক’

আর এইসব বাস্তব অথচ মজার কিছু অপ্রকাশিত ঘটনা নিয়ে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘ঈদের নাটক’। রুম্মান রশীদ খান-এর লেখা, নুজহাত আলভী আহমেদ-এর পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন সজল, নাদিয়া আফরিন, কল্যাণ, আসিফ, আরফান, মনিরা মিঠু, পিয়ালসহ আরও অনেকে। নির্মাতা নুজহাত আলভী আহমেদ বলেন, ‘ঈদের অনুষ্ঠানমালায় নিয়ম করে দর্শকরা প্রতিদিন ধারাবাহিক নাটক দেখেন কিনা জানি না। তবে তাদেরকে আগ্রহী করার জন্য আমরা সবাই মিলে এই ধারাবাহিকের পরিকল্পনা করেছি। একটি পর্ব দেখলে পরের পর্ব দেখতে তারা আগ্রহী হবেন, এ ব্যপারে আমি নিশ্চিত।’

আর এইসব বাস্তব অথচ মজার কিছু অপ্রকাশিত ঘটনা নিয়ে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘ঈদের নাটক’। রুম্মান রশীদ খান-এর লেখা, নুজহাত আলভী আহমেদ-এর পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন সজল, নাদিয়া আফরিন, কল্যাণ, আসিফ, আরফান, মনিরা মিঠু, পিয়ালসহ আরও অনেকে। নির্মাতা নুজহাত আলভী আহমেদ বলেন, ‘ঈদের অনুষ্ঠানমালায় নিয়ম করে দর্শকরা প্রতিদিন ধারাবাহিক নাটক দেখেন কিনা জানি না। তবে তাদেরকে আগ্রহী করার জন্য আমরা সবাই মিলে এই ধারাবাহিকের পরিকল্পনা করেছি। একটি পর্ব দেখলে পরের পর্ব দেখতে তারা আগ্রহী হবেন, এ ব্যপারে আমি নিশ্চিত।’

আর এইসব বাস্তব অথচ মজার কিছু অপ্রকাশিত ঘটনা নিয়ে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘ঈদের নাটক’। রুম্মান রশীদ খান-এর লেখা, নুজহাত আলভী আহমেদ-এর পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন সজল, নাদিয়া আফরিন, কল্যাণ, আসিফ, আরফান, মনিরা মিঠু, পিয়ালসহ আরও অনেকে। নির্মাতা নুজহাত আলভী আহমেদ বলেন, ‘ঈদের অনুষ্ঠানমালায় নিয়ম করে দর্শকরা প্রতিদিন ধারাবাহিক নাটক দেখেন কিনা জানি না। তবে তাদেরকে আগ্রহী করার জন্য আমরা সবাই মিলে এই ধারাবাহিকের পরিকল্পনা করেছি। একটি পর্ব দেখলে পরের পর্ব দেখতে তারা আগ্রহী হবেন, এ ব্যপারে আমি নিশ্চিত।’

আর এইসব বাস্তব অথচ মজার কিছু অপ্রকাশিত ঘটনা নিয়ে মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ৬ পর্বের ঈদ ধারাবাহিক ‘ঈদের নাটক’। রুম্মান রশীদ খান-এর লেখা, নুজহাত আলভী আহমেদ-এর পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করেছেন সজল, নাদিয়া আফরিন, কল্যাণ, আসিফ, আরফান, মনিরা মিঠু, পিয়ালসহ আরও অনেকে। নির্মাতা নুজহাত আলভী আহমেদ বলেন, ‘ঈদের অনুষ্ঠানমালায় নিয়ম করে দর্শকরা প্রতিদিন ধারাবাহিক নাটক দেখেন কিনা জানি না। তবে তাদেরকে আগ্রহী করার জন্য আমরা সবাই মিলে এই ধারাবাহিকের পরিকল্পনা করেছি। একটি পর্ব দেখলে পরের পর্ব দেখতে তারা আগ্রহী হবেন, এ ব্যপারে আমি নিশ্চিত।’
ঢাকায় ফিরেছেন দিতি

ঢাকায় ফিরেছেন দিতি

ঢাকায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী দিতি। টানা ৫০ দিন পর তার নিজ শহরে ফেরা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চেন্নাই থেকে তিনি দেশে ফিরেছেন। ব্রেন টিউমারের অপারেশন করাতে গত ২৫ জুলাই দিতি চেন্নাই গিয়েছিলেন। ২৭ জুলাই চেন্নাইর মাউন্ট হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। এরপর সেখানকার চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে ছিলেন এতদিন। এসময় তিনি চেন্নাই-এ পুত্র প্রান্ত আর কণ্যা লামিয়ার সঙ্গে বেশ আনন্দেই কাটিয়েছেন। ঘুরে বেড়িয়েছেন চেন্নাই এর বিভিন্ন দর্শনীয় স্থানে। স্থানীয় প্রেক্ষাগৃহে সিনেমাও দেখেছেন।

ঢাকায় ফিরেছেন দিতি


ঢাকায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী দিতি। টানা ৫০ দিন পর তার নিজ শহরে ফেরা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চেন্নাই থেকে তিনি দেশে ফিরেছেন। ব্রেন টিউমারের অপারেশন করাতে গত ২৫ জুলাই দিতি চেন্নাই গিয়েছিলেন। ২৭ জুলাই চেন্নাইর মাউন্ট হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। এরপর সেখানকার চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে ছিলেন এতদিন। এসময় তিনি চেন্নাই-এ পুত্র প্রান্ত আর কণ্যা লামিয়ার সঙ্গে বেশ আনন্দেই কাটিয়েছেন। ঘুরে বেড়িয়েছেন চেন্নাই এর বিভিন্ন দর্শনীয় স্থানে। 


স্থানীয় প্রেক্ষাগৃহে সিনেমাও দেখেছেন। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাসায় ফেরার পথে দিতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জীবনের অন্যতম আনন্দের সময় কাটিয়েছি চেন্নাইয়ের দিনগুলোতে। ঢাকায় বসে চেন্নাইকে খুব মিস করবো।’ ঢাকায় ফেরার পর আবারও শ্যুটিং ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘সবার দোয়ায় এখন বেশ সুস্থ আছি। তবে রেডিও থেরাপি দেওয়ার কারণে শরীরটা একটু দুর্বল এখনও। 


তাই আরও ১০/১৫ দিন বিশ্রামে থাকবো। তারপর না হয় শ্যুটিংয়ের কথা ভাববো।’ দিতি আরও জানান, ‘মূল চিকিৎসা শেষ হয়েছে। তবে তিন মাস পর নিয়মিত চেকআপের জন্য আবার চেন্নাই একবার যেতে হতে পারে।’ প্রসঙ্গত, ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের প্রথম কার্যক্রম থেকে নায়িকা হিসাবে নির্বাচিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। 


এরপর অসংখ্য নাটক-সিনেমায় অভিনয় করেন তিনি। অসুস্থ হওয়ার আগেও তিনি নিয়মিত নাটক-সিনেমায় কাজ করেছেন। এবারের ঈদে তার অভিনীত ‘রাজাবাবু- দ্য পাওয়ার’ ছবিটি মুক্তি পাচ্ছে।