Showing posts with label mobail. Show all posts
Showing posts with label mobail. Show all posts
১০০০০ টাকার মধ্যে realme  ফোন ২০২৪

১০০০০ টাকার মধ্যে realme ফোন ২০২৪

আইফোনের মত দেখতে রিয়েল মি ফোন এখন একদম সস্তায় কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।  ভারতের বাজারে অল্প বাজেটের মধ্যে realme কোম্পানির অনেকগুলো স্মার্টফোন আছে যেগুলোতে অনেক ভালো ফিচার পাওয়া যায়। এরই মধ্যে একটি অন্যতম জনপ্রিয় মডেল হল realme c53 এই ফোনটির পেছনের প্যানেলের ডিজাইন হবে অ্যাপল আইফোনের মত। এই ফোনটিতে থাকছে 108 এমপি ক্যামেরা ৫০০০ এমএস ব্যাটারি আরও অনেক প্রয়োজনীয় ফিচার আছে। 

আর এই ফোনটি সবথেকে ভালো সুবিধার ব্যাপার হলো এই realme স্মার্টফোনটি মাত্র ৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ আছে আপনি বছর শেষে যদি কাউকে উপহার দিতে চান তাহলে এই ফোনটি কম দামে কিনতে পারেন।realme c53 ফোনটির ফিচার দাম এবং অফার জেনে নেই।

আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪

হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪

মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ  ২০২৪

হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪

লেডিস সাইকেল এর দাম কত

realme c53

                              Realme C53 সম্পূর্ণ স্পেসিফিকেশন

 ডিসপ্লে ব্যাটারি এস্টোরেজ:

realme c53 ফোনটিতে ৬.৭৮ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লে আছে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য  প্রসেসর দেওয়া আছে অক্টোকর টি ৬১২ এবং স্টোরেজ মিলবে ৬জিবি রেম এবং ১২৮ জিবি রম এ কোম্পানি আরও ডায়নামিক্স ফিচার ব্যবহারের সুবিধা ও দিচ্ছে realme c53 ফোনটিতে ৫০০০ এম এ এস ব্যাটারী পাওয়া যাবে এবং পাওয়ার ব্যাকআপ এর জন্য ১৮ ওয়াটের চার্জিং  সাপোর্ট করবে।realme c53 স্মার্টফোনটিতে রিফ্রেশরেট আছে ৯০ হার্টস এবং ৪০০ নেট ব্যাই টনেস পাওয়া যাবে এই ফোন গ্লাস পটেকশন আছে  ২.৫ ডি 

ক্যামেরা:
realme c53

রিয়েল মি ফোনটি কম বাজেটে একটি আদর্শ ফোন কারণ এই ফোনটিতে ফটোগ্রাফি জন্য দেওয়া আছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাসহ  ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। আরো প্যাসেন ৩.৫ হেড ফোন জ্যাক।

কেন ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কিনবেন:
এই ফোনটি এমনিতেই ১৩ থেকে ১৪ হাজার টাকার মধ্যে পাওয়া যায় তবে ফ্লিপকার্ট ২৩% ডিসকাউন্ট দিচ্ছে ৯,৯৯৯ টাকায়। আপনারা যদি ফেলিপকাট এক্সেস ব্যাংকের কার্ড ব্যবহার করে ফোনটি কিনেন তাহলে আরও অতিরিক্ত 5% ক্যাশব্যাক পাবেন।তাই দেরি না করে এই ফোনটি আপনারা সস্তায় কিনে নিতে পারেন।

                       realme c53 ফোনটির ভালো দিক

ভালো দিক
✔ সুন্দর দেখতে ডিজাইন।

✔ 6.74 ইঞ্চি বড় 90Hz ডিসপ্লে,  

✔ 6 GB RAM, 128 GB ROM 

✔ চমৎকার ক্যামেরা ✘ অতিরিক্ত দাম।

✔ 5000 mAh ব্যাটারি, 33W দ্রুত চার্জিং,

✔ Android 13      

                     realme c53 ফোনটির  মন্দ দিক

 ✘ কোন ডিসপ্লে সুরক্ষা নেই।

✘ চিপসেট আরও ভালো হতে পারে।

✘ কোন ফুল HD+ ডিসপ্লে নেই।

✘ অতিরিক্ত দাম।

শেষে বলতে চাই এই  realme c53 ফোনটির ফুল স্পেসিফিকেশন উপরে দেওয়ার চেষ্টা করেছি। আমার বলা দাম কম বেশি হতে পারে কারণ ফোনের দাম প্রতিনিয়ত কমে বাড়ে। আপনারা যদি ফিলিপিকার্ট থেকে না নিতে চান তাহলে  আপনারা এই ফোনটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দাম দেখে নিবেন।
দন্যবাদ। 
১০ হাজার টাকার মধ্যে একটি ভালো ৫ জি স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে একটি ভালো ৫ জি স্মার্টফোন

 ভারতীয় ব্র্যান্ড লাভা আজ ভারতের বাজারে একটি  ৫জি স্মার্টফোন প্রেস করেছে। কম্পানী থিকে ভারতে La va Blaze2 5 জি স্মার্ট ফোন  লঞ্চ করা হয়েছে।

৯,৯৯৯ টাকা দামে শুরু এই ৫জি স্মার্টফোনটি এই ফোনটিতে থাকবে 5000 এম এইচ ব্যাটারি ৬ জিবি রেম ও ৫০ এমপি ক্যামেরা এই ৫জি স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন নিচে দেওয়া হলো। 

আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪

হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪

মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ  ২০২৪

হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪

লেডিস সাইকেল এর দাম কত

Lava Blaze 2


                     Lava Blaze2 ফোনটির দাম নিচে দেওয়া হল

ভারতের বাজারে Lava Blaze2 এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে  লঞ্চ করা হয়েছে 

  ৪ জিবি র‍্যাম ৬৪ জিবি রম  - ৯,৯৯৯টাকা।

  ৬ জিবি র‍্যাম ১২৮ জিবি রম  -  ১০,৯৯৯টাকা। নবেম্বর ৯ তারিখ থেকে সেল শুরু । 


                        লাভা ব্লেজ 2 5G সম্পূর্ণ স্পেসিফিকেশন

এই ফোনটিতে পাবেন 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং ৯০Hz স্ক্রিন।

৫০ এম্পি ডুয়েল রিয়ার ক্যামেরা

 মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০
 
৬ জিবি এক্সটেন্ডেড ram

১৮ ওয়াট ৫ হাজার এম এইচ ব্যাটারি


ডিসপ্লে প্রসেসর স্টোরেজ:

লাভা ব্লেজ টু ৫জি ফোনটিতে ডিসপ্লে থাকবে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ফোনটিতে স্ক্রিন থাকবে আই পি এস এলসিডি  প্যানেল দিয়ে তৈরি।রিফ্রেশরেট  কাজ করবে ৯০ হার্টসএই ফোনটিতে টাচ সিম্পেলিং রেট থাকবে ১৮০ হার্টস পিপিআই থাকছে ২৭০ এবং ১০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে।  লাভা ব্লেজ টু ৫জি স্মার্টফোনটিতে প্রসেসর আছে  মিডিয়াটেক ডায়মেনসিটি ৬০২০ অক্টোকর। এই প্রসেসরটিতে সেভেন ন্যানোমিটার ফেব্রিকশন দিয়ে তৈরি। এছাড়াও গ্রাফিক্স ডিজাইন এর জন্য পাওয়া যাবে মালি- জি ৫৭এবার চলুন এই ফোনটির স্টোরেজ নিয়ে কথা বলি এই ফোনটির স্টোরেজ দুটি  ভেরিয়েন্টে প্রেস করা হয়েছে। একটি হলো 4 জিবি ram  অন্যটি হলো ৬ জিবি র‍্যাম কোম্পানির পক্ষ থেকে ram এক্সটেনশন ফিচারও দেওয়া হয়েছে  যার কারণে ৪ জিবি র‍্যাম এ অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল ram পাওয়া যাবে। ৬ জিবি র্যাম এ ও অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়াল ram পাওয়া যাবে।

ক্যামেরা ও ব্যাটারি:

এই ফোনটিতে ফটোগ্রাফির জন্য ক্যামেরা থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।এলইডি ফ্ল্যাশের সঙ্গে ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল মাইক্রো লেন্স দেওয়া আছে. সেলফি এবং ভিডিও কলের জন্য আরো থাকবে ৪ মেগাপিক্সেল ফন্ট  ক্যামেরা।এই ফোনটিতে ব্যাটারি থাকবে 5000mah battery পাওয়ার ব্যাকআপ এর জন্য আরো পাচ্ছেন ১৮ ওয়াট এর  ফাস্ট চার্জিং ফিচার দ্রুত চার্জ হবে। 
Lava Blaze 2

অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি:

এই ফোনটিতে অপারেটিং সিস্টেম আছে এন্ড্রয়েড ১৩ এই ফোনটিতে কোন ইউ আই লেয়ারিং নেই.স্টক এন্ড্রোয়েড  থাকার কারণে এই ফোনটিতে অপ্রয়োজনীয় কোন অ্যাপ প্রেইনস্টল  থাকে না এবং এক্সট্রা ব্লোটওয়ার  কোন সমস্যা নেই.এই ফোনটিতে সিকিউরিটি জন্য দেওয়া হয়েছে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আরো আছে আনলক ফিচার এই ফোনটির ওজন হবে 203 গ্রাম এবং থিকনেস  আছে ৮.৯ এমএম।


শেষে বলতে চাই আপনারা যারা অল্প দামে একটি  ভালো স্মার্টফোন কিনতে চান তাহলে লাভা ব্ল্যাজে ২ কিনতে পারেন তবে ফোনটি কেনার আগে অফিশিয়াল ওয়েবসাইট থেকে দাম দেখে কিনবেন আমার বলার দাম সঠিক নাও হতে পারে কারণ প্রতিনিয়ত দাম কমে বাড়ে। 

মাত্র ৮ হাজার টাকায় কিনুন  রেডমি 12c ফোন Buy Redmi 12c phone for just 8 thousand rupees

মাত্র ৮ হাজার টাকায় কিনুন রেডমি 12c ফোন Buy Redmi 12c phone for just 8 thousand rupees

রেডমি ১২C  ৪ জিবি  ram ও ৬৪ জিবি রম ফোনটির লঞ্চ করা হয় ১১,৯৯৯ টাকায়। এই ফোনটি এখন amazon  এ ৫১ পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাবে মাত্র ৮ হাজার টাকায়।

অ্যামাজন একটি জনপ্রিয়  শপিং প্লাটফর্ম শাওমি রেডমি বারো সি স্মার্টফোনটি ডিসকাউন্ট দিচ্ছে amazon আপনারা যদি   অল্প বাজেটে একটি  নতুন স্মার্ট  ফোন খুজেন তাহলে রেডমি ১২ সি ফোনটি নিতে পারেন amazon থেকে।শাওমি রেডমি ১২ সি ফুল ফিচার এবং দাম নিচে দেওয়া হলো। 

আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪

হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪

মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ  ২০২৪

হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪

লেডিস সাইকেল এর দাম কত

রেডমি 12c


                                  রেডমি ১২C  এর ফুল স্পেসিফিকেশন

ডিসপ্লে প্রসেসর এবং ক্যামেরা:

redmi বারো সি ফোনে ডিসপ্লে আছে ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস রিফ্রেশরেট ১২০ এ ফোনটিতে প্রসেসর থাকবে মিডিয়াটে হেলিও জি ৮৫ আরো পাচ্ছেন গেমিং এর জন্য হাইপার ইঞ্জিন।এই ফোনের পিসনের প্যানেলে স্টাইলিস স্ট্রিপড ডিজাইন আছে। রেডমি ১২ সি এর পিছনে ক্যামেরা থাকবে ৫০ মেগাপিক্সেল এ আই ডুয়াল ক্যামেরা। আর সেলফি এবং ভিডিও কল এর  জন্য এতে পাওয়া যাবে ফুল এইচডি  ৫ মেগাপিক্সেল  ফ্রন্ট ক্যামেরা। 

লঞ্চ ,ব্যাটারি, রং, নেটওয়ার্ক:

এই ফোনটি ফার্স্ট লঞ্চ হয় জানুয়ারি মাসের ১ তারিখ ২০২৩। ওজন ১৫২ গ্রাম। এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যাটারি আছে 5000mah .এই ফোনে ১০ ওয়াট এর চার্জিং সাপোর্ট করে।  এই ফোনটিতে রং পাওয়া যাবে  ম্যাট ব্ল্যাক রয়েল ব্লু এবং মিন্ট গ্রিন ও  লেভেন্ডার পারপেল কালার। 

                                  রেডমি ১২ সি এর ভালো দিক

✔ 6.71″ বড় স্ক্রীন।

✔ ফাইন ব্যাক ক্যামেরা ।

✔ 5000 mAh ব্যাটারি,
 
✔ Helio G85 চিপসেটের সাথে ভালো পারফরম্যান্স,

✔ Android 13 এ আপগ্রেডযোগ্য।

                         রেডমি ১২ সি এর মন্দ দিক

✘ সামনের ক্যামেরা আরও ভালো হতে পারে।

✘ কোন ডিসপ্লে সুরক্ষা নেই ।

 ✘ কোন 90Hz রিফ্রেশ রেট নেই।

শেষে বলতে চাই আমি উপরে এই ফোনটির বিষয়ে পুরো স্পেসিফিকেশন  দেওয়ার চেষ্টা করেছি। এই ফোনটি আপনারা অল্প দামে কিনতে পারেন এমাজন থেকে তবে আমার কথা কোন ভুল ত্রুটি হতে পারে ।আপনারা ফোনটি কেনার আগে অ্যামাজন চেক করে দেখে নিবেন ।

ধন্যবাদ।

 ৩০০০০ টাকা দামের oppo মোবাইল এখন আপনারা পাবেন মাত্র ১৩হাজার টাকায়

৩০০০০ টাকা দামের oppo মোবাইল এখন আপনারা পাবেন মাত্র ১৩হাজার টাকায়

বছরের শুরুতেই লঞ্চ হয় oppo Reno 8T ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৩০ হাজার টাকা দামে লঞ্চ হয় এ ফোনটি।

 এই সুন্দর ফোনটি ডিসকাউন্টের সঙ্গে বিক্রি হচ্ছে croma তে  ত্রিশ হাজার টাকা দামের ফোনটি আপনারা পাবেন মাত্র ১২ হাজার ৭৬৫ টাকায়।


oppo  Reno ৮T সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম নিচে দেওয়া  হল ।

oppo Reno 8T


                                oppo  Reno ৮T সম্পূর্ণ স্পেসিফিকেশন

ডিসপ্লে ৬.৭"FHD +১২০Hz স্ক্রিন 

চিপসেট 695কোয়ালকম স্ন্যাপড্রাগন 

১০৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা 

৩২ মেগাপিক্সেল ফ্রন্ট  ক্যামেরা

৪,৮০০mah ব্যাটারি 

লঞ্চ :অপ্পো রেনো 8T ৫  জি ফোনটি লঞ্চ হয় ১ ফেব্রয়ারী ২০২৩। এবং মুক্তি হয় ১০ ফেব্রয়ারি। 


ডিসপ্লে : এই ফোনটিতে ডিসপ্লে থাকবে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশন1080 x 2412 পিক্সেল, 20:9 অনুপাত  স্কিন হবে  পাঞ্চহল স্টাইলের 120 হার্টস রিফ্রেশরেট এবং 360 টাচ স্যাম্পেলিং কাজ করে। 


ক্যামেরা :এই ফোনটির পেছনের ক্যামেরা সেটআপ  আছে ট্রিপল রিয়ার  ক্যামেরা।সেটআপ করা আছে  ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর  ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আরো আছে ২মেগাপিক্সেল মাইক্রো লেন্স।  একইভাবে সামনে ক্যামেরা এবং ভিডিও কলের জন্য পাবেন ৩২ মেগাপিক্সেল ফন্ট  ক্যামেরা।


পার্ফমেন্স : এই ফোনটিতে পাবেন ওএস Android 13, ColorOS 13 এবং চিপসেট আছে Qualcomm SM6375 Snapdragon 695 5G (6 nm),সিপিইউ অক্টা-কোর (2x2.2 GHz Kryo 660 গোল্ড এবং 6x1.7 GHz Kryo 660 সিলভার),জিপিইউ অ্যাড্রেনো 619


ব্যাটারি :oppo Reno 8Tফোনে পাওয়ার ব্যাকাপ  এর জন্য পাবেন ৪,৮০০mah  ব্যাটারি। আর ফাস্ট চার্জিং এর জন্য পাবেন ৬৭ ওয়াট  এর ফিচার। 


অন্যান্য :5G ব্যান্ড 1, 3, 5, 7, 8, 20, 28, 38, 40, 41, 66, 77, 78 SA/NSA মাত্রা162.3 x 74.3 x 7.7 মিমি (6.39 x 2.93 x 0.30 ইঞ্চি)ওজন171 গ্রাম (6.03 oz)সিম ডুয়াল সিম (ন্যানো-সিম, ডুয়াল স্ট্যান্ড-বাই)


                    Oppo Reno 8 T ফোনের দাম নিচে দেওয়া হলো 

এই ফোনটি বছরের প্রথমে ২৯,৯৯৯ টাকায়  লঞ্চ হয় তবে এই ফোনটি cromaতে ডিসকাউন্ট এ বিক্রি হচ্ছে মাত্র ১৩,০০০ টাকায়  আপনারা যারা ফোনটি নিতে চান তারা নিতে পারেন।  

                                 Oppo Reno8 T ভালো দিক 

                                     সেরা ডিজাইন।

                                     বিশাল স্টোরেজ এবং RAM।

                                     উচ্চ রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে।

                                      ভাল পারফরম্যান্স.

                                           Oppo Reno8 T মন্দ দিক

                                               এফএম সমর্থিত নয়।

শেষে  বলতে চাই এই ফোনটি কেনো কিনবেন এই ফোনে শক্তি শালী স্পেসিফিকেশন দেওয়া  আছে। রেনো সিরিজের আরো তিনটি ফোন পেস  করেসে তাই এই ফোনটি একটু পুরানো তবে মাত্র ১৩ হাজার টাকায়  ডিসকাউন্ট পাচ্ছেন অবশই নিতে পারেন।
 দন্যবাদ।