Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts
এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত



দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চসংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এই প্রথমবারের মতো এক দিনে শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। এতে দেশে ৭০ হাজার ছাড়াল শনাক্তের সংখ্যা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জনের। আর মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।



গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন। এ নিয়ে সর্বমোট ১৫ হাজার ৩৩৭ জন সুস্থ হয়েছেন। গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৭৩৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪২ জন।



ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৯৯৫টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, কোভিড-১৯ চিকিৎসায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন, যা অনভিপ্রেত। অক্সিজেন থেরাপি কারিগরি বিষয়, নিজে নিজে দিতে গেলে অনেক ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে। তাই অযথা এটি কিনে মজুত করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া অক্সিজেন দেওয়া উচিত নয়।
চিকিৎসা শেষে ফিরেছেন স্পিকার

চিকিৎসা শেষে ফিরেছেন স্পিকার

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার রাতে স্পিকার ঢাকায় ফেরেন বলে শনিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান শিরীন শারমিন। সেখানে এনইউএইচ’র কেন্ট রিজ উইং এ ভর্তি হন তিনি। শিরীন শারমিনকে গত ২৮ মে উচ্চরক্তচাপজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

 পরে প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছিলেন, উচ্চরক্তচাপ ছাড়াও তার শরীরে কিছু ‘ভাইরাল সংক্রমণ’ হয়েছে। অসুসস্থতার মধ্যেও ২ জুন অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের সময় সংসদে সভাপতিত্ব করেন শিরীন শারমিন। ওই দিনই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। শুক্রবার ফেরার সময় বিমানবন্দরে স্পিকারকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার।

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার রাতে স্পিকার ঢাকায় ফেরেন বলে শনিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান শিরীন শারমিন। সেখানে এনইউএইচ’র কেন্ট রিজ উইং এ ভর্তি হন তিনি। শিরীন শারমিনকে গত ২৮ মে উচ্চরক্তচাপজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

 পরে প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছিলেন, উচ্চরক্তচাপ ছাড়াও তার শরীরে কিছু ‘ভাইরাল সংক্রমণ’ হয়েছে। অসুসস্থতার মধ্যেও ২ জুন অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের সময় সংসদে সভাপতিত্ব করেন শিরীন শারমিন। ওই দিনই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। শুক্রবার ফেরার সময় বিমানবন্দরে স্পিকারকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার।

চিকিৎসা শেষে ফিরেছেন স্পিকার

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার রাতে স্পিকার ঢাকায় ফেরেন বলে শনিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান শিরীন শারমিন। সেখানে এনইউএইচ’র কেন্ট রিজ উইং এ ভর্তি হন তিনি। শিরীন শারমিনকে গত ২৮ মে উচ্চরক্তচাপজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

 পরে প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছিলেন, উচ্চরক্তচাপ ছাড়াও তার শরীরে কিছু ‘ভাইরাল সংক্রমণ’ হয়েছে। অসুসস্থতার মধ্যেও ২ জুন অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের সময় সংসদে সভাপতিত্ব করেন শিরীন শারমিন। ওই দিনই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। শুক্রবার ফেরার সময় বিমানবন্দরে স্পিকারকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার।

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার রাতে স্পিকার ঢাকায় ফেরেন বলে শনিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান শিরীন শারমিন। সেখানে এনইউএইচ’র কেন্ট রিজ উইং এ ভর্তি হন তিনি। শিরীন শারমিনকে গত ২৮ মে উচ্চরক্তচাপজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

 পরে প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছিলেন, উচ্চরক্তচাপ ছাড়াও তার শরীরে কিছু ‘ভাইরাল সংক্রমণ’ হয়েছে। অসুসস্থতার মধ্যেও ২ জুন অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের সময় সংসদে সভাপতিত্ব করেন শিরীন শারমিন। ওই দিনই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। শুক্রবার ফেরার সময় বিমানবন্দরে স্পিকারকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার।
মুষ্টিযোদ্ধা আলীর শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি

মুষ্টিযোদ্ধা আলীর শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলিকে শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে হওয়া এই শেষকৃত্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মাহবুব হাসান সালেহ অংশ নেন।

 এর আগে কেন্টাকিতে মুহাম্মাদ আলি সেন্টারে মানবতাবাদী এই মুষ্টিযোদ্ধাকে শ্রদ্ধা জানানোর আয়োজনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, শেষকৃত্যে অংশ নেওয়া বিশ্বনেতারা আলির প্রশংসায় তাকে ‘অতুলনীয়’ গুণের অধিকারী মুষ্টিযোদ্ধা বলে মন্তব্য করেন। প্রয়াত এই মুষ্টিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে প্রায় এক লাখের বেশি মানুষ জড়ো হন এবং ৩৭ কিলোমিটার দীর্ঘ শবযাত্রায় ফুল ছিটিয়ে তার নামে কোরাস তোলেন। শবযাত্রা শেষে মৃত্যুর এক সপ্তাহ পর পারিবারিক গোরস্থানে সমাহিত হন মুহাম্মাদ আলি।

মুষ্টিযোদ্ধা আলীর শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধি

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলিকে শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে হওয়া এই শেষকৃত্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মাহবুব হাসান সালেহ অংশ নেন।

 এর আগে কেন্টাকিতে মুহাম্মাদ আলি সেন্টারে মানবতাবাদী এই মুষ্টিযোদ্ধাকে শ্রদ্ধা জানানোর আয়োজনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, শেষকৃত্যে অংশ নেওয়া বিশ্বনেতারা আলির প্রশংসায় তাকে ‘অতুলনীয়’ গুণের অধিকারী মুষ্টিযোদ্ধা বলে মন্তব্য করেন। প্রয়াত এই মুষ্টিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে প্রায় এক লাখের বেশি মানুষ জড়ো হন এবং ৩৭ কিলোমিটার দীর্ঘ শবযাত্রায় ফুল ছিটিয়ে তার নামে কোরাস তোলেন। শবযাত্রা শেষে মৃত্যুর এক সপ্তাহ পর পারিবারিক গোরস্থানে সমাহিত হন মুহাম্মাদ আলি।

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলিকে শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে হওয়া এই শেষকৃত্যে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মাহবুব হাসান সালেহ অংশ নেন।

 এর আগে কেন্টাকিতে মুহাম্মাদ আলি সেন্টারে মানবতাবাদী এই মুষ্টিযোদ্ধাকে শ্রদ্ধা জানানোর আয়োজনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, শেষকৃত্যে অংশ নেওয়া বিশ্বনেতারা আলির প্রশংসায় তাকে ‘অতুলনীয়’ গুণের অধিকারী মুষ্টিযোদ্ধা বলে মন্তব্য করেন। প্রয়াত এই মুষ্টিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে প্রায় এক লাখের বেশি মানুষ জড়ো হন এবং ৩৭ কিলোমিটার দীর্ঘ শবযাত্রায় ফুল ছিটিয়ে তার নামে কোরাস তোলেন। শবযাত্রা শেষে মৃত্যুর এক সপ্তাহ পর পারিবারিক গোরস্থানে সমাহিত হন মুহাম্মাদ আলি।
মাইক্রোসফট ও গুগলের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’

মাইক্রোসফট ও গুগলের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’

ইন্টারনেটে ‘অনাকাঙ্ক্ষিত বিষয়’ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার পাওয়ার জন্য ফেইসবুকের পাশাপাশি গুগল ও মাইক্রোসফটের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ফেইসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে বিশদ আলোচনাপূর্বক সমঝোতা হয়েছে যে, যুক্তিগ্রাহ্য অনাকাঙ্ক্ষিত বিষয়সমূহে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে তারা প্রতিকারের বিষয়ে উত্তর দেবে।”

 স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নে সংসদের সামনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করার কারণ দেখিয়ে গতবছর ১৮ নভেম্বর থেকে ২২ দিন বাংলাদেশে ফেইসবুক দেখার সুযোগ বন্ধ করে রাখে সরকার। এর আগে পরে বিভিন্ন সময়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটার এবং ইন্টারনেটে সহজে কথা বলার মাধ্যম স্কাইপ ও ইমো বাংলাদেশে বন্ধ রাখা হয় এই যুক্তিতে যে জঙ্গি ও সন্ত্রাসীরা পুলিশের নজরদারি এড়াতে এসব অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করছে।

 গত নভেম্বরে ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের নানা ‘অপব্যবহার ও নেতিবাচক’ বিষয় তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপর চলতি বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ফেইসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয়ে বৈঠকও করেন তারা। ওই সফরের পর দেশে ফিরে প্রতিমন্ত্রী বলেছিলেন, সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননাসহ বাংলাদেশের প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সাপেক্ষে ফেইসবুক কর্তৃপক্ষ সরকারের অভিযোগ/অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে।

মাইক্রোসফট ও গুগলের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’

 এরপর গত এপ্রিলে ফেইসবুক কর্তৃপক্ষ তাদের ষান্মাষিক ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ প্রকাশ করলে দেখা যায়, তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের করা অনুরোধে তারা প্রথমবারের মত সাড়া দিয়েছে। গতবছর জুলাই-ডিসেম্বর সময়ে ১২টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩১ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল ফেইসবুকের কাছে। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত আড়াই বছরে মোট ৩৭ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে ফেইসবুক কর্তৃপক্ষের কোনো সাড়া পায়নি বাংলাদেশ সরকার।

 রুস্তম আলী ফরাজীর আরেক প্রশ্নে তারানা হালিম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে ফেইসবুক, গুগল ও মাইক্রোসফট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদরদপ্তরসমূহের সহায়তায় বিটিআরসি ও ল’ এনফোর্সমেন্ট এজেন্সি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধির উদ্দেশ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” নীতিমালা পরিপন্থী ভিডিও সরাবে ইউটিউব সংরক্ষিত আসনের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, “গুগল কর্তৃক ইউটিউবে নীতিমালা পরিপন্থি ভিডিও সরকারের অনুরোধে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া শিশু পর্নোগ্রাফি রোধ ও এবং সাইবার নিরাপত্তায় মাইক্রোসফটের সাথেও সরকার কাজ করছে।” বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রসঙ্গে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নে প্রতিমন্ত্রী তারানা বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে তারমধ্যে ২০টি বাংলাদেশের জন্য এবং ২০টি দেশের বাইরের জন্য ব্যবহার করা যাবে। এর ফলে ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বিদেশি মুদ্রা আয় করা যাবে। রোববার সকাল সাড়ে দশটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
জামিন নাকচ, বাঁশখালীর এমপি মোস্তাফিজকে আত্মসমর্পণের নির্দেশ

জামিন নাকচ, বাঁশখালীর এমপি মোস্তাফিজকে আত্মসমর্পণের নির্দেশ

উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিনের আবেদন নাকচ করেছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়। মামলা হওয়ার নয় দিন পর ঢাকায় উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের এই আবেদন করেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মোস্তাফিজ।

তার পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। তিনি বলেন, “আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।” নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ২০০২-০৬ সাল মেয়াদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন।

নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ২০০২-০৬ সাল মেয়াদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন। বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালী থানায় সাংসদ মুস্তাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ ১ জুন ওই সাংসদ ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।

জামিন নাকচ, বাঁশখালীর এমপি মোস্তাফিজকে আত্মসমর্পণের নির্দেশ

 গত এপ্রিলে বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার পর আলোচনায় আসা এমপি মোস্তাফিজ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ছাত্রলীগের ছেলেরা ওই নির্বাচন কর্মকর্তার দিকে ‘তেড়ে গিয়েছিল’ শুধু; নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহানুভূতি পেতে’ ঘটনাকে ‘অতিরঞ্জিত’ করেছেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা জাহিদুলকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতারও অভিযোগ এনেছেন আওয়ামী লীগের এই এমপি।

উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিনের আবেদন নাকচ করেছে হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়। মামলা হওয়ার নয় দিন পর ঢাকায় উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের এই আবেদন করেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মোস্তাফিজ।

তার পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। তিনি বলেন, “আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।” নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ২০০২-০৬ সাল মেয়াদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন।

নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ২০০২-০৬ সাল মেয়াদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন। বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালী থানায় সাংসদ মুস্তাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ ১ জুন ওই সাংসদ ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন।

 গত এপ্রিলে বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার পর আলোচনায় আসা এমপি মোস্তাফিজ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ছাত্রলীগের ছেলেরা ওই নির্বাচন কর্মকর্তার দিকে ‘তেড়ে গিয়েছিল’ শুধু; নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহানুভূতি পেতে’ ঘটনাকে ‘অতিরঞ্জিত’ করেছেন। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা জাহিদুলকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতারও অভিযোগ এনেছেন আওয়ামী লীগের এই এমপি।